ইসলামিক সলিডারিটি গেমসের আর্চারিতে দারুণ এক দিন কাটল বাংলাদেশের। বুধবার (১৭ আগস্ট) সকালেই জানা যায় রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ের সুখবর। এর কিছু বাদেই পদক জয়ের খবর আসে রিকার্ভ মহিলা দলগত ইভেন্ট থেকেও। সেই ধারাবাহিকতায় মেয়েদের কম্পাউন্ড দলগত ইভেন্টেও রুপা জয় করেছে বাংলাদেশ।
কমনওয়েলথ গেমসে ছিল না আর্চারি ও শুটিংয়ের মতো ইভেন্ট। তাই সম্ভাবনা ছিল না পদক জয়েরও। তবে তুরস্কের কনিয়াতে চলমান ইসলামিক সলিডারিটি গেমসে আর্চারি ইভেন্ট থাকায় সম্ভাবনা ছিল পদক জয়েরও। এখন পর্যন্ত এই গেমসে পদক এসেছেও আর্চারি থেকে।
সকালে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ ৬-০ সেট পয়েন্টে সৌদি আরবকে হারিয়ে ব্রোঞ্জ জেতে। রিকার্ভ পুরুষ দলে বাংলাদেশের হয়ে খেলেছেন রোমান সানা, সাগর ও আব্দুল হাকিম রুবেল।
একই সময়ে রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশের হয়ে লড়েছেন দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তার। এই ইভেন্টে অল্পের জন্য ফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ। সেমিফাইনালে ইন্দোনেশিয়ার বিপক্ষে শুট অফে হেরে যায় তারা। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে হারিয়েছে উজবেকিস্তানকে।
দুই ব্রোঞ্জের দিনে এসেছে রুপাও। আর্চারির কম্পাউন্ড নারী দলগত বিভাগে অবশ্য দলই ছিল দুটি। তাই পদক এখানে নিশ্চিতই ছিল। কিন্তু সোনার লড়াইয়ে সেখানে বাংলাদেশ হেরে গেছে স্বাগতিক তুরস্কের কাছে।
বাংলাদেশের তিন মেয়ে শ্যামলী রায়, রোকশানা আক্তার ও পুষ্পিতা জামান নিতে পারেননি ফাইনালের চাপ। তাই শুরুতেই হারান পথ। পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ততক্ষণে দেরি হয়ে গেছে। তাই স্বাগতিক তুরস্কের কাছে হেরে রুপা নিয়েই খুশি থাকতে হচ্ছে তাদের।