500 corona infections left again

দেশে দৈনিক করোনাভাইরাস সংক্রমণ আবারো পাঁচ শ’ ছাড়িয়েছে। রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে পাঁচ শ’ ৫৭ জন। রোববার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণের নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার এক শ’ ৩০ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দুই দশমিক ৯১ ভাগ।

এই নিয়ে দেশে মোট করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার চার শ’ ৬৬ জন।

এদিকে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মহামারী এই ভাইরাস সংক্রমণে মোট ২৮ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই শ’ ৫৩ জন। এই নিয়ে করোনাভাইরাস সংক্রমণ থেকে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার পাঁচ শ’ ৫৭ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে মহামারী এই ভাইরাসে সংক্রমিত প্রথম একজনের মৃত্যু হয়।