আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আত্মঘাতী হামলা, নিহত ছয়

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এক আত্মঘাতী হামলায় অন্তত ছয় জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

সোমবার (২৭ মার্চ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি টাকোর সোমবার এক টুইট বার্তায় জানান, আফগান বাহিনী সন্দেহভাজন হামলাকারীকে আটক করার আগেই সে যে বিস্ফোরক বহন করেছিল তা বিস্ফোরিত হয়। এতে ছয় বেসামরিক ব্যক্তি নিহত হন এবং আরও অনেকে আহত হয়েছেন।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, মন্ত্রণালয়ের কাছে একটি নিরাপত্তা চৌকিতে ওই সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করা হয়েছিল।

তিনি আরও জানান, মালিক আসগর স্কোয়ারে লক্ষ্যে পৌঁছানোর আগেই হামলাকারীকে চিহ্নিত করে হত্যা করা হয়। কিন্তু তার কাছে থাকা বিস্ফোরক বিস্ফোরিত হয়।

তবে ওই হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

জাদরান জানান, আহতদের মধ্যে তালেবান নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও রয়েছে।

এদিকে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠীও এর দায় স্বীকার করেনি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণস্থলের দিকে যাওয়ার সমস্ত পথ পুলিশ কর্ডন করে রেখেছে।