It's still hot today, it will be tomorrow too

রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ অঞ্চলে অব্যাহত রয়েছে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ। এতে আজ সোমবারও হাঁসফাঁস গরমে অতিষ্ঠ দেশের মানুষ। গরমের এমন দাপট আগামীকাল মঙ্গলবারও থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ সোমবার সকাল ৯টায় দেওয়া পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, আজ-কাল দুইদিনই চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, যশোর, চুয়াডাঙ্গা ও রাজশাহী জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, নঁওগা ও নীলফামারি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এছাড়া ঢাকা, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের বাকি জেলা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আজ সোমবার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এসময় বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে কোথাও কোথাও। এতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় তাপপ্রবাহ কিছুটা কমবে। আগের দিন রবিবার সিলেটে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গা, রাজশাহী, সাতক্ষীরা, বাগেরহাট, কুষ্টিয়া, খুলনা, পাবনা, নওগাঁ, নীলফামারী সৈয়দপুর, ফরিদপুর, টাঙ্গাইল ও গোপালগঞ্জে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির উপরে।