own reporter
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ হত্যা মামলায় পরোয়ানাভূক্ত আসামি শাহ আলমকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে রাতে বশিকপুর ইউপির মেহের আলী ভূঁইয়া বাড়ির পাশে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে বলে পুলিশ জানায়। গ্রেপ্তারকৃত শাহ আলম স্থানীয় সাহাবুদ্দিন মাষ্টারের ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে শাহ আলমকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে ২০১৪ সালে লক্ষ্মীপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। এছাড়া ধৃত আসামি শাহ আলমের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে থানায় আরো একটি মামলা হয়েছে।