অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৩তম আসরে সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন স্যার অ্যান্থনি হপকিন্স। ‘দ্য ফাদার’ ছবিতে স্মৃতিশক্তি হ্রাস পেতে থাকা এক বৃদ্ধের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি।
দ্য ফাদার’ ছবির জন্য এর আগে বাফটা অ্যাওয়ার্ডস পান অ্যান্থনি হপকিন্স। এবার ছিল তার ষষ্ঠ অস্কার মনোয়ন। সবচেয়ে বেশি বয়সে সেরা অভিনেতা মনোনয়ন পাওয়ার রেকর্ড গড়েন ৮৩ বছর বয়সী এই ওয়েলশ তারকা। পুরস্কারটি জিতেও তাই ইতিহাস সৃষ্টি করেছেন তিনি।
সেরা অভিনেতা শাখায় আরও মনোনয়ন পেয়েছিলেন রিজ আহমেদ (সাউন্ড অব মেটাল), চ্যাডউইক বোজম্যান (মা রেইনি’স ব্ল্যাক বটম), গ্যারি ওল্ডম্যান (ম্যাঙ্ক) এবং স্টিভেন ইয়ান (মিনারি)। তাদের মধ্যে গত বছর ক্যান্সারে মৃত্যুবরণ করা চ্যাডউইক বোজম্যানের সম্ভাবনা ছিলো প্রবল।
৯২৭ সালের বাদ্যযন্ত্রশিল্পীর ভূমিকায় অনবদ্য নৈপুণ্যের সুবাদে সেরা অভিনেতা শাখায় পুরস্কৃত হতে পারেন প্রয়াত চ্যাডউইক বোজম্যান। গোল্ডেন গ্লোবস, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস জিতেছেন তিনি। গত বছর ক্যান্সারে তার অকাল মৃত্যু হয়। সেরা অভিনেতা শাখায় দ্বিতীয় তারকা হিসেবে মরণোত্তর অস্কার জিততে পারেন তিনি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশনে বাংলাদেশ সময় আজ সোমবার ভোর ৪টা ৩০ মিনিটে শুরু হয় চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৩তম আসর। ভোর ৬টা থেকে চলে পুরস্কার বিতরণ।