উলামারা দেশের পিতামাতা ও যুবকদের জানুয়ারী ২০২০ সালে প্রকাশিত “Code 377” নামক বইটি না পড়ার জন্য সতর্ক করেছেন। বইটির লেখক মো: ইসমাইল হোসেন একজন বাঙ্গালী মুসলমান সমকামী কর্মী।
আলফাবেট পাবিলিশিং হাউস বইটি ঢাকা থেকে প্রকাশ করে। উলামাগন সকলকে এই বই, এর লেখক এবং প্রকাশকের বিরুদ্ধে বিক্ষোব সংগঠিত করার আহবান করছেন। তাঁরা এও বলছেন এই বইটি শয়তানের কাজ এবং এর বিরদ্ধে তাঁরা অবিলম্বে ব্যবস্থা চায়। তাঁরা বলছেন বইটি ইসলাম ও আল্লাহর নবী স: এর উপর আক্রমন করেছে।
এই বিষয়ে নতুন আপডেট আসলে আমরা আপনাদের জানাবো।