Police patrol car is essential at Chandraganj police station

Personal Correspondent:

জননিরাপত্তা নিশ্চিত করতে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় সরকারিভাবে পুলিশের টহল গাড়ি বরাদ্দ করা এখন জরুরি হয়ে পড়েছে। এই পেট্রোলিং গাড়ি দিয়ে পুলিশের মোবিলিটি ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে এবং নাগরিকদের মনের সকল সংশয় ও ভয়ভীতি দূর করবে।

চন্দ্রগঞ্জ থানায় পর্যাপ্ত সরকারি গাড়ি না থাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যাপক বাধাগ্রস্ত হচ্ছেে এ থানার পুলিশ। যে কারণে ভিআইপি ডিউটি, টহলদান, জরুরি মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছানো, অভিযান পরিচালনাসহ সার্বিক পুলিশী ব্যবস্থাপনা ও কার্যক্রম ব্যাহত হচ্ছে।

চন্দ্রগঞ্জ থানার ৯টি ইউনিয়নের প্রায় ৩ লক্ষ ৬০ হাজার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল ও পরিবহন ব্যবস্থা অতি নগণ্য।

দীর্ঘদিন যাবত পুলিশের টহল গাড়ির অপ্রতুলতার কারণে চুরি, ডাকাতি, রাহাজানি, লুটপাট, সহিংসতা ও অগ্নিকাণ্ডে পুলিশী পদক্ষেপ দ্রুত গ্রহণ করা সম্ভব হয় না। ফলে জানমালের অপূরণীয় ক্ষতি হচ্ছে। এ পরিস্থিতিতে ভাড়ায় চালিত গাড়ির মাধ্যমে গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন জানান, ‘থানায় পর্যাপ্ত গাড়ি না থাকায় প্রতিনিয়ত পুলিশী কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং ভাড়ায় নেওয়া গাড়ি ক্রটিপূর্ণ ও ঠিক সময়ে পাওয়া যায় না, তারপরও স্থানীয় গাড়ি মালিকদের সহযোগিতায় কোন প্রকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’ চন্দ্রগঞ্জ থানায় সরকারিভাবে পুলিশের টহল গাড়ি বরাদ্দ করা এখন জরুরি হয়ে পড়েছে।