bright

Anwar Hossain:

আমি অমঙ্গলের অগ্নিদগ্ধ সহস্র আলোকবর্ষ ধরে,
জ্বলেপুড়ে হয়েছি ন্যায়ের নব নক্ষত্র; আমি প্রদীপ্ত।
আমি করিব যুদ্ধ অমঙ্গলের সাথে, আনিব শান্তি এ ব্রহ্মাণ্ডতে।

আমি দেশদ্রোহীর স্বর্গ করিব ধ্বংস,
স্বপ্নের সুশাসন করিব প্রতিষ্ঠিত।
আমি অবিচারক বিধিকে দিবো প্রাণদণ্ড; আমি প্রদীপ্ত।
আমার আলোয়-আলোকিত বিশ্বব্রহ্মাণ্ড।

আজ আকাশ-পাতাল জয়ের ধ্বনি প্রদীপ্ত’কে নিয়ে।

মানবতার সিংহাসন থেকে কদর না করলে জনতার,
আমার থেকে অত্যাচারীর খুঁজে পাবেনা তো আর।
আমি নারীর বুকের নিশ্বাস, পুরুষের শেষ বিশ্বাস।

যারা মানব সেবার অন্তরালে হয়েছে বণিক,
তাদের রাজ্যে আমি হবো স্বেচ্ছাচারী রাজা।