This time 'Tiger' and 'Pathan' face each other.

‘পাঠান’ এ সালমান খান ও আসন্ন টাইগার থ্রি-তে শাহরুখের ক্যামিওর পর এবার টাইগার ও পাঠানকে মুখোমুখি হতে দেখবেন দর্শকরা। জানা গেছে, ওয়াইআরএফের স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা হতে যাচ্ছে ‘টাইগার ভার্সেস পাঠান’। যার শ্যুটিং শুরু হবে ২০২৪ সালের জানুয়ারিতে। খবর বলিউড হাঙ্গামা’র।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, স্পাই ইউনিভার্সের এ সিনেমাটিও পরিচালনা করবেন আদিত্য চোপড়া। গল্পের প্লট কীরকম হতে পারে সে ব্যাপারে এখনও কোনো আভাস দেননি নির্মাতারা।

ভারতীয় গনমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী এপ্রিলে টাইগার থ্রিতে শাহরুখের ক্যামিওর শ্যুটিং হবে। আর এ শ্যুটিংয়ের জন্য গত দেড় মাস ধরে তৈরি হচ্ছে বিশাল এক সেট। টাইগার থ্রি-তে জোয়া চরিত্রে বরাবরের মতো থাকছেন ক্যাটরিনা কাইফ। তবে এবার খল চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে।

প্রসঙ্গত, ভারতের প্রযোজনা সংস্থা ইয়াশ রাজ ফিল্মস ‘ওয়ার’, ‘টাইগার’ ও ;পাঠান’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে তৈরি করেছে বলিউডেরপ্রথম স্পাই ইউনিভার্স।

image_pdfimage_print