Ukraine captures Russian soldier who was hiding for 6 months

ছয় মাস লুকিয়ে থাকার পর এক রাশিয়ান সৈন্যকে আটক করেছে ইউক্রেনের সেনারা। খারকিভ অঞ্চল থেকে আটক করা হয়েছে তাকে। খবর বিবিসি’র।

খারকিভের আঞ্চলিক পুলিশ বিভাগ জানিয়েছে, কুপিয়ানস্ক জেলায় টহল দেয়ার সময় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সদস্যরা ৪২ বছর বয়সী রাশিয়ান সেই সার্ভিসম্যানকে আটক করে।

ইউক্রেনের সেনারা তাকে আটকের পর ইউক্রেনের পুলিশ জানতে পেরেছে, বেসামরিক পোশাক পরিহিত লোকটি আসলে রাশিয়ার ২৭তম সেপারেট গার্ডস মোটর রাইফেল ব্রিগেডের একজন সার্ভিসম্যান। তিনি রাশিয়ার মস্কো অঞ্চলের বাসিন্দা।

image_pdfimage_print