আবারও একফ্রেমে ব়্য়াঞ্চো-ফারহান-রাজু

র‌্যাঞ্চো-ফারহান-রাজু রূপালী পর্দার এই নামগুলো মনে আসতেই চোখের সামনে ভেসে ওঠে রাজ কুমার হিরানীর ‘থ্রি ইডিয়টস’। আমির খান, আর মাধবন, শরমন যোশি অভিনীত এই ছবিতে বুদ হয়েছিলেন গোটা ভারতবর্ষ তো বটেই, বলা যায় গোটা দুনিয়ায়ই।

ছবিতে শুধু র‌্যাঞ্চো, ফারহানই নন, ভাইরাস, সাইলেন্সার বা চতুর চরিত্রগুলো আজও গেঁথে আছে মানুষের মনে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ‘থ্রি ইডিয়টস’ ভক্তদের চমকে দিয়ে আবারও একফ্রেমে ধরা দিলেন আমির-শরমন এবং মাধবন। তিনজনকে একসঙ্গে দেখে রীতমতো নস্টালজিক অনুরাগীরা। লাল রঙের ট্র্যাক স্যুটে দেখা গেরো থ্রি-ইডিয়টদের। তবে না, থ্রি ইডিয়টসের পরবর্তী পর্ব নিয়ে নয়, বরং শরমন যোশির গুজরাতি ছবি ‘কনগ্রাজুলেশন’ ছবির প্রমোশনে এক হয়েছিলন এই তিনজন।

একটি ভিডিও শেয়ার করে শরমন লেখেন, তিনজন ইডিয়ট প্রচার করছে ‘কনগ্রাজুলেশন’ ছবির। আজকে ছবিটি মুক্তি পাচ্ছে।

পরিচালক রেহান চৌধুরীর এই ছবিতে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা যাবে শরমনকে। শরমন ছাড়াও এই ছবিতে রয়েছেন আমি ভায়ানি, মানসী পারেখ গোয়েল, জায়েশ বারভায়া, অর্চনা ত্রিবেদীরা।