Cinema has no religion, look at entertainment simply: Shah Rukh

‘পাঠান’ নিয়ে এবার মুখ খুললেন বলিউডের বাদশা শাহরুখ খান। তিনি বলেছেন, সিনেমার কোনো ধর্ম নেই, বিনোদনকে সহজভাবে দেখুন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি। বলেন, সাধারণ মানুষকে আনন্দ দিতে, খুশি করতেই তারা এতো পরিশ্রম করে ছবি বানান। সেই ছবি নিয়ে বিতর্ক তৈরি হওয়া দুর্ভাগ্যজনক।

শাহরুখ খান বলেন, বিনোদনের জন্য আমরা ছবি তৈরি করি। কারও ভাবাবেগে আঘাত করতে নয়। ছবির দুনিয়া আর বাস্তবের মাটি এক নয়। ছবিতে যা সংলাপ বলা হয়, তার সঙ্গে বাস্তব জীবনের সম্পর্ক নেই। ছবির চরিত্ররা সেই সংলাপ বলছে, বাস্তব জীবনের কেউ নয়।

‘পাঠান’ মুক্তির আগে বয়ে গিয়েছে বিতর্কের ঝড়। কখনো এক গানে নায়িকার পোশাকের রং নিয়ে বিতর্ক। কখনো আবার ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে উঠেছে। অবশেষে বিতর্ক-বিক্ষোভ পেরিয়ে ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পাঠান’। বক্স অফিসে মিলেছে অভাবনীয় সাড়া। গত ৫ দিনে ৫০০ কোটির ক্লাব ছাড়িয়ে গেছে কিং খানের ‘পাঠান’, যা ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম।

image_pdfimage_print