নারীকেন্দ্রিক সিনেমা কি পারবে বলিউডে ঝড় তুলতে?

২০২২ সাল হিন্দি সিনে ইন্ডাস্ট্রির জন্য দুঃস্বপ্নের বছর ছিল। বড় তারকা, বড় বাজেট কোনোকিছুই ভাগ্য বদলাতে পারেনি বলিউড বক্স অফিসের। একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়েছে। তবে সব ব্যর্থতাকে পিছনে ফেলে এ বছর বলিউড ফিরছে নতুন উদ্যমে। ২০২৩ সালে বক্স অফিসে ঝড় তুলতে আসছে নারীকেন্দ্রিক বেশ কিছু সিনেমা। বহুল প্রতীক্ষিত সেই সিনেমাগুলো নিয়েই এবারের প্রতিবেদন।

দীর্ঘদিন পর রূপালি পর্দায় ফিরছেন বলিউডের ‘মিষ্টি মেয়ে’ রানি মুখার্জি। সিনেমার নাম ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’। অসীমা ছিব্বর পরিচালিত এ সিনেমাটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। নরওয়েতে বসবাসকারী একজন ভারতীয় মহিলার গল্প নিয়ে এ সিনেমা। নিজের সন্তানদের হেফাজতে পাওয়া নিয়ে তার লড়াই। ২০২৩ সালের ৩ মার্চ ওটিটিতে মুক্তি পাবে সিনেমাটি।

এদিকে, সদ্যই শেষ হয়েছে আনুশকা শর্মা অভিনীত ‘চাকদা এক্সপ্রেস’ এর শুটিং। ভারতের মহিলা ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের অধিকারী ঝুলন গোস্বামীর বায়োপিকে দেখা যাবে তাকে। মা হওয়ার পর প্রথমবার পর্দায় ফিরছেন আনুশকা। নেটফ্লিক্সে ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘চাকদা এক্সপ্রেস’।

জানা গেছে, শিক্ষক দিবস নিয়ে নতুন সিনেমা বানাচ্ছে বলিউড। সিনেমার নামও ‘হ্যাপি টিচার্স ডে’। মুখ্য চরিত্রে অভিনয় করছেন নিমরত কউর এবং রাধিকা মাদান। পরিচালনায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মিখিল মুসালে। সব ঠিক থাকলে চলতি বছর শিক্ষক দিবসেই মুক্তি পাবে সিনেমাটি।

অন্যদিকে, নতুন বছরে নতুন রূপে হাজির হচ্ছেন অভিনেত্রী তাপসী পান্নু। শুধু অভিনেত্রী হিসেবে নয়, বরং প্রযোজক হিসেবেও নিজেকে মেলে ধরছেন তিনি। ভায়াকম১৮ আর বিএলএম পিকচার্সের সঙ্গে সহপ্রযোজক হিসেবে থাকছেন তিনি। সিনেমার নাম ‘ধাক ধাক’। চার মহিলা বাইকারকে নিয়ে সামনে এগিয়েছে এ সিনেমার গল্প। মুখ্য চরিত্রে দিয়া মির্জা, রত্না পাঠক শাহ, সানা ফাতিমা শেখ এবং সাঞ্জনা সাংঘাই।

স্বরা ভাস্করের সিনেমা ‘মিসেস ফালানি’ও নারী চরিত্রকে কেন্দ্র করে নির্মিত সিনেমা। মুখ্য চরিত্রে রয়েছেন স্বরা ভাস্কর নিজেই। সিনেমায় প্রথমবারের মতো ৯টি ভিন্ন চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে। মনীশ কিশোর পরিচালিত সিনেমাটি চলতি বছর মুক্তি পাবে।

সাম্প্রতিক বছরগুলোতে বলিউডে জনপ্রিয় হচ্ছে নারীকেন্দ্রিক সিনেমা। ধীরে ধীরে নির্মাতারাও ঝুঁকছেন নারীকেন্দ্রিক চরিত্রকে প্রাধান্য দিয়ে সিনেমা নির্মাণের দিকে। দর্শকপ্রিয়তার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়াতে সক্ষম হচ্ছে সিনেমাগুলো। গত বছর দক্ষিণী ঝড়ে কাবু হয়েছিল বলিউড, ২০২৩ সালে নারীকেন্দ্রিক সিনেমা দিয়ে সেই খরা কাটবে কিনা, সেটিই দেখার অপেক্ষায় দর্শকরা।