বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের মাঠের লড়াই শুরু হয়েছে। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস।
প্রথম ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করার ব্যাপারে আত্নবিশ্বাসী দু’দলের অধিনায়ক। সন্ধ্যা ৭ টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে দু’দল।
রংপুর রাইডার্সের একাদশ: নূরুল হাসান সোহান (অধিনায়ক), নাইম শেখ, রনি তালুকদার, মেহেদী হাসান, হাসান মাহমুদ, রবিউল হক, শোয়েব মালিক, সিকান্দার রাজা, বেনি হোওয়েল, আজমতুল্লাহ ওমরজাই।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, ডেভিড মালান, মোহাম্মদ নবি, মোসাদ্দেক হোসেন, জাকের আলি, সৈকত আলি, মোস্তাফিজুর রহমান, আশিকুর জামান, খুশদিল শাহ, ফজলহক ফারুকি।