সীমান্ত হাট সম্প্রসারণে অবকাঠামো উন্নয়ন শুরু করেছে বাংলাদেশ-ভারত: সালমান এফ রহমান

ভারতের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সেপার) বিষয়ে চলতি মাসে প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। আর সীমান্ত হাট সম্প্রসারণে দুই দেশ অবকাঠামো উন্নয়ন শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

রোববার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে সালমান এফ রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে দ্বিপাক্ষিক বাণিজ্য গতিশীল করতে বন্দর উন্নয়নে গুরুত্ব দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

গত অর্থবছর ভারতে ২০০ কোটি ডলারের পণ্য রফতানি করে বাংলাদেশ। আর দেশটি থেকে আমদানি করে ১৬০০ কোটি ডলারের বেশি পণ্য। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি ৮১ শতাংশ বাড়ে। বৃহৎ জনগোষ্ঠীর দেশ ভারতে রফতানি বাড়ানোকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সেপা চুক্তি করতে চায়। এ বিষয়ে বৈঠকে অংশ নিতে বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই দিল্লী সফর করবেন বলে জানান সালমান এফ রহমান।