প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের ব্যবহৃত এক জোড়া স্যান্ডেল নিলামে উঠেছে। এই স্যান্ডেল ৬০ থেকে ৮০ হাজার মার্কিন ডলারে বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (১১ নভেম্বর) থেকে শুরু হওয়া এই নিলাম রোববার (১৩ নভেম্বর) শেষ হবে।
বার্কেনস্টক অ্যারিজোনা ব্র্যান্ডের এই স্যান্ডেল জোড়া নিলামে তুলেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জুলিয়ানস অকশনস নামের একটি প্রতিষ্ঠান।
স্টিভ জবসের যে স্যান্ডেল জোড়া নিলামে উঠেছে, তা বেশ পুরনো। জুলিয়ানস অকশনসের দেওয়া তথ্য অনুসারে, ১৯৭০ থেকে ’৮০-এর দশকে এই স্যান্ডেল জোড়া ব্যবহার করেছেন তিনি। এই স্যান্ডেল ছিল স্টিভ জবসের বাড়ির ব্যবস্থাপক মার্ক শেফের কাছে।
তবে শুধু জবসের স্যান্ডেলই নিলামে ওঠেনি, এই স্যান্ডেলের আলোকচিত্রও নিলামে উঠছে। তবে সেটা শক্ত কোনো কাগজে প্রিন্ট করা ছবি নয়। হাল আমলে জনপ্রিয় হয়ে ওঠা এনএফটি (নন-ফাঞ্জিবল টোকেন) বিক্রি হচ্ছে। অর্থাৎ এই ছবির ডিজিটাল–স্বত্ব বিক্রি হচ্ছে।
যে ছবিটির এনএফটি বিক্রি হচ্ছে, তার আলোকচিত্রী জ্যঁ পিগোজি। তার লেখা ‘দ্য ২১৩ মোস্ট ইম্পর্ট্যান্ট মেন ইন মাই লাইফ’ নামে একটি বইও নিলামে উঠছে। এই বইয়ে যাঁদের গল্প উঠে এসেছে, তাঁর মধ্যে অন্যতম স্টিভ জবস।
ইতোমধ্যে স্টিভ জবসের এই স্যান্ডেল জোড়া নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। ১৫ হাজার মার্কিন ডলার থেকে এর দাম শুরু হয়েছে। এরই মধ্যে দুজন দাম হাঁকিয়েছেন ২২ হাজার ৫০০ ডলার।
নিজের কর্মজীবনের উত্থানের সময় এই স্যান্ডেল জোড়া ব্যবহার করেছেন স্টিভ জবস। অন্যান্য প্রতিষ্ঠানের কাছেও এর গুরুত্ব রয়েছে। এ কারণে বিভিন্ন সময় প্রদর্শনীতে স্থান পেয়েছে এই স্যান্ডেল জোড়া।