দিল্লিতে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২

ভারতের রাজধানী দিল্লির নারেলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় অবস্থিত একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। ওই কারখানা ভবনে এখনও বহু মানুষ আটকে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর ইন্ডিয়া টুডের।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ হয়েছেন অনেকে, তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তবে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

image_pdfimage_print