যুদ্ধের প্রভাবে সাত কোটির বেশি মানুষ দারিদ্রের কবলে

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বে সাত কোটি ১০ লাখের বেশি মানুষ দারিদ্র্যের কবলে পড়েছে। ইউএনডিপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে হামলার পর থেকেই খাদ্য ও জ্বালানির দাম বেড়ে গেছে। এতে বিশ্বজুড়ে দারিদ্র্যের সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ গড়িয়েছে আট মাসে। এতে সারা বিশ্বে বেড়েছে খাদ্য ও জ্বালানির দাম। মূল্যস্ফীতির সূচক দেশে দেশে রেকর্ড উচ্চতায় উঠেছে।

ইউএনডিপির প্রতিবেদনে জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম তিন মাসে পাঁচ কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। বিশ্বে দরিদ্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশ।

যুদ্ধের কারণে নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোতে প্রায় দুই কোটি মানুষের দৈনিক আয় দারিদ্র সীমার নিচে নেমেছে, অর্থাৎ তাদের দৈনিক আয় ৩ দশমিক ২০ ডলারের নিচে।

এদিকে করোনা মহামারির কারণে গত বছর ১৬ কোটি ৩০ লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যায়। দৈনিক ২.১৫ ডলার আয় করা মানুষের সংখ্যা ৮.১ শতাংশ বেড়েছে, যা চরম দারিদ্র সীমা।

বিশ্ব ব্যাংকের অনুমান, চলতি বছরে এই সংখ্যা সাড়ে সাত কোটি থেকে সাড়ে নয় কোটি বৃদ্ধি পাবে। এ ছাড়াও খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি দরিদ্রদের আরো আঘাত করবে বলে ধারণা করা হচ্ছে।

নিম্নআয়ের দেশে বসবাস করা মানুষ দৈনিক আয়ের দুই-তৃতীয়াংশ খাদ্যের চাহিদা মেটাতে ব্যয় করবে বলে অনুমান করা হচ্ছে। এ হার উন্নত দেশে এক-চতুর্থাংশে যেতে পারে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বে চরম দারিদ্রসীমার নিচে থাকা জনসংখ্যার অর্ধেক দক্ষিণ এশিয়ায় বসবাস করে।

image_pdfimage_print