নর্ডস্ট্রিম পাইপলাইনে চতুর্থ ছিদ্রের খোঁজ

ইউরোপে রাশিয়ান গ্যাস সরবরাহ করা নর্ডস্ট্রিম পাইপলাইনে আরও একটি ছিদ্র খুঁজে পাওয়ার দাবি করেছে সুইডেন। এর ফলে এই সপ্তাহে গুরুত্বপূর্ণ এই পাইপলাইনে চতুর্থ ছিদ্রের খোঁজ পাওয়া গেলো।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সুইডিশ কোস্টগার্ড জানিয়েছে, নর্ডস্ট্রিম ১ এর যেই জায়গায় বড় একটি ছিদ্র পাওয়া গেছে, তার কাছেই নর্ডস্ট্রিম ২-এ চতুর্থ আরেকটি ছিদ্রের খোঁজ পেয়েছেন তারা।

এ সপ্তাহের শুরুতে নর্ডস্ট্রিম ১ ও ২-তে ছিদ্র খুঁজে পাওয়ার কথা জানায় ডেনমার্ক ও সুইডেন। বর্তমানে এই দুটি পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

এই ঘটনাকে ‘পরিকল্পিত, বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন নাশকতার’ ফল বলে অভিহিত করেছে ন্যাটো।

সুইডেনের জাতীয় সাইজমোলজি সেন্টারের ভূকম্পবিদরা বলছেন, পাইপলাইন দুটিতে ছিদ্র খুঁজে পাওয়ার আগে পানির গভীরে বিস্ফোরণ ঘটেছে। সবচেয়ে বড় ছিদ্রটির ব্যাস প্রায় এক কিলোমিটার।

রাশিয়ার ওপর নিজেদের পাইপলাইনে ছিদ্র করার অভিযোগ উঠলেও, একে ‘অনুমানযোগ্য ও বোকা’ বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া।

উল্টো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ‘আমেরিকান গোয়েন্দা নিয়ন্ত্রিত অঞ্চলে’ বিস্ফোরণ ঘটেছে।

যুক্তরাজ্যে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মিগেল বার্জার বলেছেন, এসব ঘটনার পেছনে রাষ্ট্রীয় কোনো ব্যক্তির হাত রয়েছে।

একই কথা বলেছেন ফিনিস নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান অ্যান্টি পেলতারি। তবে কোন রাষ্ট্র এতে জড়িত থাকতে পারে সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

এদিকে, যেকোনো পরিকল্পিত আক্রমণকে ‘একসাথে ও দৃঢ়ভাবে’ মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টোলটেনবার্গ।

ইউক্রেনকে সমর্থন করায় রাশিয়া পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে গ্যাস সরবরাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অনেক আগে থেকেই অভিযোগ করে আসছে ইউরোপীয় ইউনিয়ন।

তবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, নর্ডস্ট্রিমে ছিদ্রের ঘটনায় তিনি ‘অত্যন্ত উদ্বিগ্ন’। এখানে পরিকল্পিত হামলা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

image_pdfimage_print