স্কুল ও মঠে সামরিক জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত অন্তত ১৩

মিয়ানমারের একটি স্কুলে সামরিক জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত হয়েছে কমপক্ষে ১৩ বেসামরিক নাগরিক। এলডিপি এবং কাচিন বিদ্রোহীদের দমনে চালানো হয় ওই বিমান হামলা। খবর ইরাবতীর।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ইরাবতী জানিয়েছে, মান্দালয় অঞ্চলের লেত ইয়েত গ্রামের একটি বৌদ্ধ মঠ ও স্কুল ভবনে চালানো হয় এ বিমান হামলা। দুটি হেলিকপ্টার গানশিপ থেকে ছোঁড়া হয়, গোলা। এতে পুরোপুরি ধ্বংস হয়ে যায় স্কুল ভবনটি। এ হামলায় নিহতদের মধ্যে ৯ জনই শিশু বলে জানা গেছে।

এদিকে জান্তা কর্তৃপক্ষের দাবি- বিদ্রোহী গোষ্ঠী, কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সদস্যরা ওই স্কুলে ও মঠে বেশ কিছুদিন ধরে আত্মগোপন করে আছে। পাশাপাশি গ্রামটিকে অস্ত্র লেনদেনের কেন্দ্র হিসাবেও ব্যবহার করা হচ্ছিলো। সামরিক বাহিনী তাদের নিয়মিত টহল দেয়ার সময়; বিদ্রোহীরা স্কুলের ভেতর থেকে গুলি ছুঁড়লে পাল্টা জবাবে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা।

image_pdfimage_print