Voluntary death of accused before trial in Spain

স্পেনে পুলিশের গুলিতে পক্ষাঘাতগ্রস্ত এক আসামি বিচারের আগে কারাগারে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন।

মারিন ইউজিন সাবাউ নামের ৪৬ বছর বয়সী ওই ব্যক্তি গত ডিসেম্বরে নিজের তিন সাবেক সহকর্মী ও এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে আহত করেন। এসময় মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে আংশিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন তিনি।

পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ার পর বিচারের মুখোমুখি হওয়ার চেয়ে মৃত্যুবরণকেই শ্রেয় ভেবে ইউথানেশিয়ায় আবেদন করেন তিনি। তার গুলিতে আহত ব্যক্তিদের আপত্তি সত্ত্বেও এ আবেদন মঞ্জুর করেন আদালত।

রোমানিয়ায় জন্ম নেয়া সাবাউ একটি নিরাপত্তা সেবা সংস্থায় চাকরি করতেন। চাকরি ছেড়ে দেয়ার কিছুদিন পর নিজের কর্মস্থলে বন্দুক হামলা চালান তিনি।

হামলার পর পালিয়ে গিয়ে একটি বাড়িতে আশ্রয় নেন তিনি। এক পুলিশ কর্মকর্তাকে গুলি করার পর পুলিশ তাকে কোণঠাসা করে তার ওপর গুলি চালায়।

এ ঘটনার পর তার একটি পা কেটে ফেলা হয়। মেরুদণ্ডে গুলি লাগায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে চলাফেরায় অক্ষম হয়ে পড়েন তিনি।

আঘাতের ফলে সর্বদা তাকে শারীরিক বেদনায় থাকতে হতো বলে ইউথানেশিয়া বা ‘এসিস্টেড ডেথ’-এর আবেদন করেন তিনি।

তার গুলিতে আহত ব্যক্তিরা দাবি করেন, নিজের কৃতকর্মের জন্য সাবাউর বিচার হওয়া উচিৎ।

তবে আদালত জানায়, নিজের অবস্থার কারণে ইউথেনিশিয়ার আবেদন করা সাবাউর মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এতে হস্তক্ষেপ করার অধিকার নেই আদালতের।

উল্লেখ্য, গত বছর স্পেনে একটি আইন পাস হয়, যার ফলে গুরুতর ও অনিরাময়যোগ্য রোগে আক্রান্তরা অন্যের সহায়তায় স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারবেন।

 

image_pdfimage_print