টিজারে ঝড় তুলেছে অঙ্কুশের ‘মির্জা’

টালিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে অনেক চড়াই-উতরাই গেছে। তবে নিজের জায়গা করে নিয়েছেন পাকাপোক্ত। কখনো বড় পর্দায় কিংবা টিভি শোয়ে উপস্থাপনা করে মানুষকে বিনোদন দিয়েছেন এই অভিনেতা। এবার এই অভিনেতা আসছেন নয়া অবতারে, যা অতীতে কখনো দেখা যায়নি।

এবার শুধু অভিনেতা হিসেবে নয় বরং প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করতে চলেছেন তিনি। তার প্রযোজিত প্রথম সিনেমার নাম ‘মির্জা’। আর এই সিনেমার হাত ধরেই প্রযোজনায় অভিষেক ঘটাচ্ছেন তিনি।মঙ্গলবার (১৬ আগস্ট) সোশ্যাল মিডিয়া ফেসবুকে জানালেন, ‘মহাত্মা গান্ধীর সেই উক্তি আমি অক্ষরে অক্ষরে মেনেছি। Be the change that we wish to see in the world – এই উক্তি উল্লেখ করেই তিনি লিখলেন, এই আমার বিশেষ ঘোষণা তোমাদের জন্য। সবার ভালোবাসা এবং আশীর্বাদ চাই।’

সেই সঙ্গে প্রকাশ করেছেন এক মোশন টিজার। আর টিজার দেখে বোঝাই যাচ্ছে অত্যন্ত অ্যাকশন যুক্ত হতে চলেছে এই সিনেমা। পরিচালনা করছেন সুমিত এবং সাহিল। বলাই বাহুল্য তার জীবনে এক দারুণ কিছু ঘটতে চলেছে এবং ভীষণই উচ্ছ্বসিত অভিনেতা নিজেই। ‘মির্জা’ মুক্তি পাবে ২০২৩ সালের ঈদে।  সিনেমার টিজার প্রকাশ্যে আসতেই হইচই দর্শকমহলে।

অভিনেতা তার সোশ্যাল মিডিয়ায় আগেই ঘোষণা দিয়েছিলেন যে সামনে তিনি ধামাকা নিয়ে আসছেন। যেই কথা সেই কাজ। সে সময় অনেকে আন্দাজ করেছিলেন যে বিয়ের ঘোষণা করবেন কিংবা নতুন কোনো সিনেমার ঘোষণা।

তবে তার এই সাফল্যে উচ্ছ্বসিত ইন্ডাস্ট্রির অন্যরাও। বন্ধু বিক্রম চট্টোপাধ্যায় কমেন্টে লিখেছেন, ‘তোর জন্য আজ খুব গর্ব হচ্ছে। ভীষণ খুশি, আমার ভালোবাসা এবং শুভেচ্ছা রইল।’ পরিচালক রাজা চন্দও জানালেন শুভেচ্ছা।