ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলাকালে স্থানীয় মসজিদের মাইকে গুজব ছড়িয়ে ঘাটুরা থেকে নন্দনপুর এলাকায় ব্যাপক ভাংচুরসহ তাণ্ডব চালানোর অভিযোগে করা মামলায় মসজিদের দুই ইমাম ও ৬ হেফাজতে ইসলামের কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-ঘাটুরা বঙ্গবন্ধু হাই স্কুল জামে মসজিদের পেশ ইমাম হেফাজত নেতা মাওলানা দেলোয়ার হোসেন বেলালি ও ঘাটুরা হরিনাদি জামে মসজিদের পেশ ইমাম হেফাজত নেতা মাওলানা ইকবাল হোসেন।
হেফাজতে ইসলামের ডাকা হরতালে পুড়িয়ে দেওয়া হয়েছে ‘সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন’। ছবি: সংগৃহীত
এছাড়া হেফাজতের ইসলামের ডাকা বিক্ষোভ কর্মসূচি ও হরতাল চলাকালে ভাংচুর ও অগ্নিসংযোগের তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৬ জন হেফাজতকর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে।
গত ২৮ শে মার্চ উক্ত সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। হেফাজতের তাণ্ডবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯ টি, আশুগঞ্জ থানায় ৪ টি ও সরাইল থানায় ২ টিসহ সর্বমোট ৫৫টি মামলা রুজু হয়েছে।