Tamim had to post a status on Facebook while en route to the Windies

সর্বশেষ বিতর্কটা শুরু হয়েছে গত রোববার একটি মুঠোফোন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নাম ঘোষণার পর তামিম ইকবালের বক্তব্যে। সর্বশেষ একটি ইংরেজি দৈনিকে এ নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, যাতে বোর্ড সভাপতি ‘তামিম মিথ্যা কথা বলেছেন’ বলে অভিযোগ করেছেন। কথাটা তিনি বলেছেন প্রশ্নের প্রেক্ষিতে। তাঁকে প্রশ্ন করা হয়েছিল: তামিম বলছেন যে, বিসিবি তাঁকে টি–টোয়েন্টি নিয়ে তাঁর অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেয়নি।এই সাক্ষাৎকারে বিসিবি সভাপতি তামিমের সঙ্গে টি–টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে কতবার কথা হয়েছে, সবিস্তারে তা জানিয়েছেন। গত জানুয়ারিতে টি–টোয়েন্টি থেকে ছয় মাস ছুটি নেওয়া তামিম মাস দুয়েক আগে আর টি–টোয়েন্টি খেলতে চান না বলে বিসিবিকে চিঠি দিয়েছেন বলেও দাবি করেছেন নাজমুল হাসান। বোর্ড সভাপতির এই সাক্ষাৎকারের পরই তামিম ইকবালের ফেসবুক স্ট্যাটাস। যা হুবহু তুলে দেওয়া হলো—

image_pdfimage_print