২৬ মার্চ শোভাযাত্রার অনুমতি পায়নি বিএনপি২৬ মার্চ স্বাধীনতা দিবসে রাজধানীতে

শোভাযাত্রা করার অনুমতি পায়নি বিএনপি। পরদিন ২৭ মার্চ তাদের শোভাযাত্রাটি করার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী আজ রোববার রাতে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ ঢাকায় শোভাযাত্রা এবং ৩০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। বিষয়টি নিয়ে দুপুরে বিএনপির প্রতিনিধিদল ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এই দলে শহীদ উদ্দীনের সঙ্গে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ছিলেন। দুটি কর্মসূচিরই অনুমতি পায়নি বিএনপি। শহীদ উদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের বিষয়ে পুলিশ বলেছে, সেখানে এখন বইমেলা চলছে। তাই তাঁরা যেন সমাবেশ না করেন। শহীদ উদ্দীন বলেন, পুলিশ পূর্বঘোষিত কর্মসূচি পালন করার বিষয়ে নানা বিধিনিষেধের কথা বলেছে। এ বিষয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে কর্মসূচি পালনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপির পক্ষ থেকেও একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি ১ মার্চ থেকে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। তারই অংশ হিসেবে ২৬ মার্চ ও ৩০ মার্চের কর্মসূচি ঘোষণা করেছিল দলটি।