The first day of the warm-up match was washed away by rain.

টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল শ্রীলঙ্কার। প্রতিপক্ষের ঢেরায় এসে নিজেদের ঝালাই করে নিয়ে নামার সুযোগে শুরুতেই ধাক্কা খেল তারা। বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ৪০ মিনিট খেলার পরই নামে তুমুল বৃষ্টি। সেই বৃষ্টি ভাসিয়ে নিয়েছে প্রথম দিন। 

মঙ্গলবার সকাল ১০টা শুরু ম্যাচটি ১০টা ৪০ মিনিটে বন্ধ হয়ে যায়। ৭.৫ ওভার ব্যাট করে ১৪ রান তুলে সফরকারী শ্রীলঙ্কা হারায় অধিনায়ক দিমুথ করুনারত্নের উইকেট। বৃষ্টি আর না থামায় দুপুর ২টা ২০মিনিটে আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল আর খেলার সম্ভাবনা না দেখায় দিনের সমাপ্তি টানেন।

ছবি- ফিরোজ আহমেদ

এই ম্যাচে আগ্রহের কেন্দ্রে ছিলেন পেসার আবু জায়েদ রাহি। টেস্ট দল থেকে বাদ পড়ার পর গণমাধ্যমে হতাশা জানিয়েছিলেন তিনি, অভিযোগ তুলেছিলেন বাদ পড়ার প্রক্রিয়া নিয়ে। প্রস্তুতি ম্যাচে প্রথমেই বল হাতে পান তিনি।

এই ম্যাচে এখনো পর্যন্ত ৪ ওভার বল করে ৮ রান দিয়ে উইকেটশূন্য তিনি। তবে ইনস্যুয়িং ডেলিভারিতে আসিতা ফার্নেন্দোকে একবার আউটের সুযোগ তৈরি করেছিলেন তিনি।

Mukidul Islam Mugdho

দিমুথ করুনারত্নেকে ফিরিয়ে মুকিদুল ইসলাম মুগ্ধের উল্লাস। ছবি: ফিরোজ আহমেদ

বিসিবি একাদশের আরেক পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ এনেছেন একমাত্র সাফল্য। তার বাউন্সারে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ধরা দেন ১৮ বলে ২ রান করা করুনারত্নে। মুগ্ধের ৪ ওভার থেকে আসে ৬ রান। বিসিবির কোন পর্যায়ে দলে প্রথম সুযোগ পাওয়া তরুণ পেসার এনামুল হক কেবল ৩ বলই করেছেন। এরপরই নামে বৃষ্টি।

মাঠ ছাড়ছেন বিসিবি একাদশের ক্রিকেটাররা। ছবি: ফিরোজ আহমেদ

টেস্ট স্কোয়াডের একমাত্র মোসাদ্দেক হোসেন সৈকত খেলছেন এই ম্যাচে। তবে শুরুতে তাকে ফিল্ডিংয়ে নামতে দেখা যায়নি।

বুধবার প্রস্তুতি ম্যাচ শেষ করে শ্রীলঙ্কা দল যাবে চট্টগ্রামে। রোববার (১৫ মে) চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। বাংলাদেশ দল অবশ্য ৯ তারিখ থেকেই চট্টগ্রামে প্রস্তুতি নিচ্ছে।

বিসিবি একাদশ: মোহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন, জাকির হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হাসান, মোহাম্মদ এনামুল হক, মাশফিক হাসান, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান ও আবু জায়েদ রাহী।

image_pdfimage_print