1 arrested with weapons and bullets in Begumganj

own reporter

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা মহিলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এবং মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা উর্মির বড় ভাইকে (শাহারিয়ার রুমেল) অস্ত্র ও গুলিসহ উপজেলার রসুলপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বেগমগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে মো. শাহরিয়ার রোমেলকে লতিফপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় শাহরিয়ারের কাছে একটি দেশীয় এল.জি বন্দুক এবং ১ রাউন্ড কাতুর্জসহ পাওয়া যায়। সে আন্তঃজেলা ডাকাত দলের একজন সদস্য।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে থানায় গ্রেফতার পরোয়ানাসহ একাধিক ডাকাতির মামলা রয়েছে। শাহারিয়ার রুমেলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।