Russia declares another ceasefire

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার শিকার ইউক্রেনীয় শহরগুলোর বেসামরিক নাগরিকদের সরে যেতে মস্কো আরেকটি মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় আবার কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ এবং মারিউপোলের জন্য মানবিক করিডর চালু করা হবে।

এটি রাশিয়ার তৃতীয়বারের মতো যুদ্ধবিরতি ঘোষণা। দেশটির ঘোষিত যুদ্ধবিরতির বেশির ভাগই ব্যর্থ হয়েছে।

গতকাল রাতে ইউক্রেনের কর্মকর্তারা বলেন, তারা উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি শহর থেকে ৫০০০ মানুষকে সরিয়ে নিতে পেরেছে। এটাই যুদ্ধকবলিত শহরগুলো থেকে প্রথম সফল গণ স্থানান্তরের ঘটনা।

 

রাশিয়া লোকজনের বেরিয়ে যাওয়ার রুটে গোলাবর্ষণ অব্যাহত রাখায় চেরনিহিভের জন্য অনুরূপ প্রচেষ্টা ব্যর্থ হয় বলে ইউক্রেন দাবি করেছে।