যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সতর্কতা অগ্রাহ্য করেই সোমবার ইউক্রেনের দুই রুশপন্থী অঞ্চল দোনেৎস্ক এবং লুগানস্কেরকে ‘স্বাধীন’ ঘোষণা করল রাশিয়া।
রাশিয়ার এ পদক্ষেপ নিয়ে ঘনিষ্ট মিত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে কথা বলবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি।
বিষয়টি নিয়ে ইউরোপিয়ান কাইন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের সঙ্গেও আলোচনা করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট। খবর আনাদোলুর।
ভলোডিমির জেলেনস্কি মঙ্গলবার ইউক্রেনের দুই অঞ্চল দোনেৎস্ক এবং লুগানস্কেরকে ‘স্বাধীন’ ঘোষণার বিষয়টি নিয়ে এরদোগানের সঙ্গে টেলিফোনে আলাপ করবেন বলে তুরস্কের গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও কথা বলেছেন বলে এক টুইটবার্তায় জানান জেলেনস্কি।
ইউক্রেনের দুই রুশপন্থী অঞ্চল দোনেৎস্ক এবং লুগানস্কেরকে পুতিন ‘স্বাধীন’ বলে ঘোষণা করার ফলে ভলোডিমির জেলেনস্কির ওপর চাপ বাড়ছে। তার হাতে দুটি বিকল্প। হয় দুই অঞ্চলের অধিকার ছেড়ে দিতে হবে, নয়ত রাশিয়া সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হতে হবে।