৩১ বার্সার ক্যাবিনেটে কোপা দেল রে শিরোপা সংখ্যা। স্পেনের ঘরোয়া এই ফুটবল টুর্নামেন্টের সর্বোচ্চবারের চ্যাম্পিয়ন কাতালানরাই।
১৩ রেকর্ড টানা ১৩ বারের মতো মৌসুমে ৩০-এর অধিক গোল করলেন মেসি। নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে এমন রেকর্ড নেই আর কারো।
৭২০ দিন পর শিরোপা খরা কাটল বার্সেলোনার। সবশেষ ২০১৮-১৯ মৌসুমে লা লিগা জিতেছিল কাতালানরা।
৯৬ আন্দালুসিয়া রাজ্যের সেভিয়ায় ৯৬ বছর পর কোনো ফাইনাল জিতল বার্সেলোনা।
১ বিলবাওয়ের বিপক্ষে জোড়ায় বার্সেলোনার হয়ে ৩১ ফাইনালে ৩১ গোল হয়ে গেল মেসির। ফুটবল দুনিয়ায় এখন ফাইনালে সর্বোচ্চ গোলের মালিক মেসিই। আগের রেকর্ডটি ছিল পেলের (২৯)।
৩৭ জাতীয় ও ক্লাব দলের হয়ে মেসির শিরোপা জয়ের সংখ্যা। খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ দলীয় শিরোপা জেতা ফুটবলার মেসিরই সাবেক সতীর্থ দানি আলভেজ (৪১টি)।