অন্ধ্র প্রদেশে ভারী বৃষ্টিপাত, বন্যায় নিহত বেড়ে ২৯

ভারতের অন্ধ্র প্রদেশে অবিরাম বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহতরে সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ। গত মঙ্গলবার থেকেই রাজ্যটিতে বৃষ্টিপাত হচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

গতকাল শনিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বন্যার কারণে মন্দিরের শহর তিরুপতিতে অনেক তীর্থযাত্রী আটকে পড়েছেন। নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ঝুঁকিতে পড়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দরা।

খবরে বলা হয়েছে, কয়েকদিনের ভারি বৃষ্টি ও বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অন্ধ্র প্রদেশের রয়ালসিমা অঞ্চল। পাশাপাশি ছিত্তুর, কাড়াপা, কুরনুল ও অন্তপুরম জেলার মানুষও পানিবন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় দুর্যোগ টিম কাজ শুরু করেছে। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি গতকাল বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন।

flood india1

শুক্রবার রাতে ভারী বৃষ্টিতে অন্নড়পুর জেলার কাদিরি শহরে একটি তিনতলা ভবন ধসে তিন শিশুসহ এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চারজন আটকা পড়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। বন্যার কারণে অনেক রাস্তা-ঘাট ও রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। কাডাপা বিমানবন্দর ২৫ নভেম্বর থেকে বন্ধ রয়েছে।

image_pdfimage_print