প্রকাশক গ্রেফতার

“ধর্ম এবং করোনাভাইরাস”বইয়ের লেখক মোঃ মোজাম্মিল হোসেন এর বিরুদ্ধে সাম্প্রতিক অনেকগুলো আন্দোলন হয়। এর ফলে কর্তৃপক্ষ মোঃ আশরাফ আলী, প্রকাশক, বসন্ত প্রকাশনী, ঢাকা ও দেবনাথ পালকে বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে মোঃ মোজাম্মেলকে বই লিখতে সহায়তা করার জন্য গ্রেফতার করে ও পরে তাঁদেরকে জামিনে মুক্তি দেয়া হয়। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বইয়ের সকল প্রচ্ছদ আরও কাগজপত্র সহ জব্দ করা হয়েছে। তাঁরা বলেছে জব্দ করা কাগজপত্র থেকে তারা লেখকের পরিচয় পেয়েছে এবং তার বাসস্থানে গিয়েছে। তাঁরা জানিয়েছেন যে লেখক বর্তমানে দেশের বাহিরে অবস্থান করছে।

প্রকাশক পুলিশকে তদন্তে সহায়তা করছে এবং কথা দিয়েছে যে তিনি বাজার থেকে বইয়ের সব প্রচ্ছেদ প্রত্যাহার করে নিবেন।

আইন-প্রণয়নকারী সংস্থা সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করছে এবং কথা দিয়েছে মোঃ মোজাম্মিল হোসেন কে দেশে ফিরে আসা মাত্রই তার মারাত্মক অপরাধের জন্য তাকে গ্রেফতার করা হবে।