Personal Correspondent:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদকে (পিপিএম) বিদায় সংবর্ধনা দিয়েছে চন্দ্রগঞ্জ থানা ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ন’টায় চন্দ্রগঞ্জ বাজারের নিউ মার্কেটস্থ ছাত্রলীগ অফিসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক অাহ্বায়ক কাজী মামুনুর রশিদ (বাবলু) সভাপতিত্বে বিদায় সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ (পিপিএম), চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন, এস আই শাহজালাল।
এসময় আরো উপস্থিত ছিলেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম. মাসুদ, সিনিয়র সহ-সভাপতি রাজিবুল ইসলাম নিশান ও কলেজ ছাত্রলীগের সাবেক সাবেক সভাপতি ওমর ফারুক আরজু, চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের আহ্বায়ক ইসমাইল হোসেন ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোরশেদ আলম প্রমূখ।
উপস্থিত নেতাকর্মীরা ওসি আবুল কালাম আজাদের চন্দ্রগঞ্জ থানায় যোগদানের পর থেকে এলাকার আইন-শৃঙ্খলার উন্নয়নে প্রশংসা ও কৃতজ্ঞতা জানান। আগামীদিনে তাঁর নতুন কর্মস্থলে একইভাবে সুনামের সাথে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিদায় ওসিকে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি সম্মাননা ক্রেস্ট পুরস্কারে ভূষিত করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।