যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিস শহরে বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকেই ।
একজন বন্দুকধারী স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে হামলা চালায়। তাদের এলোপাতাড়ি গুলিতে হতাহতের ঘটনা ঘটে।
এদিকে, পুলিশের রয়টার্স জানায়, হামলার পর পরই ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।