বৃহস্পতিবার বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-২০ সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। তবে করোনার ধাক্কা কাটিয়ে মাঠে গড়ানো ওয়ানডে সিরিজটা নিজেদের করে নিয়েছে সফরকারীরা। সিরিজ জয়ের আনন্দ নিয়েই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। চার্টার্ড ফ্লাইটে বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে বাংলাদেশে এসে পৌঁছাবে দলটি। আগামী ৩ আগস্ট থেকে টি-২০ তে বাংলাদেশের বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিবে অস্ট্রেলিয়া। সফরে টাইগারদের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলবে তারা।

গত সোমবার রাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে পরাজিত করেছে অস্ট্রেলিয়া। সিরিজটা ২-১ এ জিতে নিয়েছে অ্যালেক্স ক্যারির দল।

বার্বাডোজে অস্ট্রেলিয়ান বোলারদের তোপে ৪৫.১ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় উইন্ডিজদের ইনিংস। বোলাররাই সফরকারীদের জয়ের ভিত গড়ে দেন। এভিন লুইস ৫৫, ড্যারেন ব্র্যাভো ১৮, শাই হোপ ১৪, আলজারি জোসেফ ১৫, পোলার্ড ১১ রান করেন। অস্ট্রেলিয়ার পেসারদের মধ্যে মিচেল স্টার্ক ৪৩ রানে ৩টি উইকেট নেন। হ্যাজেলউড, অ্যাস্টন অ্যাগার, জাম্পা ২টি করে ও টার্নার ১টি উইকেট পান।

জবাবে ৩০.৩ ওভারে ৪ উইকেটে ১৫৩ রান তুলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ৯৯ রানে ৪ উইকেট পড়ার পর ম্যাথু ওয়েড-অ্যাস্টন অ্যাগার দলের হাল ধরেন। তারা অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। ওয়েড অপরাজিত ৫১, অ্যাস্টন অ্যাগার অপরাজিত ১৯, মিচেল মার্শ ২৯, অ্যালেক্স ক্যারি ৩৫, জশ ফিলিপি ১০ রান করেন। ক্যারিবিয়ানদের পক্ষে শেলডন কটরেল, আকিল হোসেন, আলজারি জোসেফ ও হেইডেন ওয়ালশ ১টি করে উইকেট পান।

অলরাউন্ড পারফরম্যান্সে অ্যাস্টন অ্যাগার ম্যাচ সেরা হন। তিন ম্যাচে ১১ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেন স্টার্ক।