Scammer arrested for attempted child rape in Sonargaon

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চকলেট দেওয়ার নাম করে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাইদ নামের এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

 

ভালুকায় সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ | 965744 | কালের কণ্ঠ | kalerkanthoরবিবার (২৫ জুলাই) সকালে প্রতাপেরচর এলাকা থেকে এলাকাবাসীর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ঐ শিশুর বাবা সোনারগাঁও থানায় মামলা করেন। গ্রেফতারকৃত বখাটে সাইদকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পর ঐ শিশুকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে

রংপুরে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার ছাতক থানার মৃত মুসকানদার আলীর ছেলে মোহাম্মদ সাইদ প্রতাপেরচর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি কোম্পানিতে চাকরি করে। গত শুক্রবার ঘর ফাঁকা পেয়ে ভাড়া বাসার পার্শ্ববর্তী চার বছরের একটি শিশুকে চকলেটের লোভ দেখিয়ে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে বাড়ির লোকজন এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে সাইদ জানালা ভেঙে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গতকাল সকালে প্রতাপেরচর এলাকা থেকে সাইদকে আটক করে পুলিশে খবর দেয়।

image_pdfimage_print