ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি এখনো যাত্রা করেনি। তবে ঈদুল আজহার আগেই দর্শকদের জন্য শুরু হবে তাদের কার্যক্রম। চরকির প্রধান পরিচালন কর্মকর্তা, চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি ঘোষণা দিয়েছিলেন, ১২ মাসে ১২টি অরিজিনাল ফিল্ম নিয়ে আসবে চরকি। সেই প্রতিশ্রুতির সূত্র ধরে উদ্বোধনী মাসের ছবি হিসেবে তারা প্রকাশ করল ইউটিউমার–এর নাম।