Rocket attack near US base in Iraq

ইরাকে রাজধানী কুর্দিস্তানের আরবিলের একটি বিমানবন্দরে রকেট হামলা চালানো হয় । কুর্দিস্তানের ঐ জায়গায়টিতে  মার্কিন সেনাবাহিনীর ঘাঁটি অবস্থিত। ১৪,০৪, ২০২১ বুধবার সন্ধ্যায়  হামলা চালানো হয়েছে  কুর্দি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর এএফপির

 

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। পুরো শহরে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে গত ফেব্রুয়ারির তে ইরান সমর্থিত বেশ কিছু গোষ্ঠীকে একই ধরনের একটি হামলার জন্য দায়ী করা হয়েছিল।