রাজধানীর তোপখানা রোডের একটি বাসায় সুইটি নামে ১২ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আটক তানভির আহসান এবং অ্যাডভোকেট নাহিদ দম্পতিকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান জামিন না-মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন দুপুরে শাহবাগ থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন আসামিদের আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন।আবেদনে বলা হয়, জরুরি সেবা ৯৯৯ নম্বরে অভিযোগ পেয়ে দম্পতিকে আটক করা হয়। ভুক্তভোগীর অভিভাবকের অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ অবস্থায় আসামিদের কারাগারে আটক রাখার আবেদন জানাচ্ছি। আসামিপক্ষে তাদের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। শাহবাগ থানার নন জিআর শাখার নিবন্ধন কর্মকর্তা ফুয়াদ উদ্দিন এ তথ্য জানান।
জানা যায়, সুইটির বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন থানার নবাবপুর গ্রামে। অভাবের তাড়নায় দরিদ্র বাবা-মা তাকে রাজধানীর তোপখানা রোডে একটি বাসায় গৃহকর্মীর কাজে দিতে বাধ্য হন। সেখানে সে ৯ মাস ধরে কাজ করছে। প্রায় প্রতিদিনই তাকে নানা অজুহাতে গৃহকর্তা ও গৃহকর্ত্রী মিলে মারধর করেন। সুইটির চোখের নিচে আঘাতের চিহ্ন, হাতে গুরুতর জখম রয়েছে। তার পশ্চাৎদেশের উভয় পাশে পোড়া চিহ্ন রয়েছে।