দক্ষিণ ভারতের সিনেমা দেখতে ভালোবাসেন আরফিন জুনায়েদ। আর ভালোবাসেন টিকটকে ভিডিও বানাতে। তবে তাঁর লক্ষ্য সিনেমায় অভিনয়। ভারতের আল্লু অর্জুনের মতো বড় অভিনেতা হতে চান তিনি। গুটি গুটি পায়ে ধাপে ধাপে এগিয়ে যেতে চান সেই পথে।
২০১৭ সাল থেকেই টিকটক করেন জুনায়েদ। তবে গত দুবছর নিয়মিত ভিডিও বানাচ্ছেন। আগে মাসে একটা ভিডিও পোস্ট করতেন। এখন সেই সময় সুযোগ কমে এসেছে। টুকটুক করে বাড়তে শুরু করেছে মূলধারার বিনোদন অঙ্গনের কাজ। এরই ফাঁকে সুযোগ এসেছিল নাটক ও সংগীতচিত্রে অভিনয়ের। ইউটিউবের জন্য নির্মিত সেসব প্রযোজনায় অভিনয় করেছেন তিনি। মডেল হিসেবেও বেশ কিছু কাজ করছেন। অভিনয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছার কথা জানিয়ে বলেন, ‘আমার ইচ্ছা আল্লু অর্জুনের মতো বড় মাপের অভিনেতা হওয়া। সেটা তো সহজে হবে না। অনেক পরিশ্রম করতে হবে। যদি সুযোগ পাই, একদিন না একদিন আমার সেই ইচ্ছা পূরণ হবে।’