কন্যার মা হলেন নাবিলা

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসকারি হাসপাতালে প্রথম সন্তানের জন্ম দেন ‘আয়নাবাজি’ খ্যাত এই অভিনেত্রী।

 

মা হলেন চিত্রনায়িকা নাবিলা

এদিন নিজের ফেসবুক পেজ থেকে স্বামী জোবাইদুল হক রিমের সঙ্গে বেবিবাম্পের দুইটি ছবি পোস্ট করেন নাবিলা। ছবির ক্যাপশনে নয় মাসের এই পুরো সময়টার জন্য শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বৃহস্পতিবার পরিবারে আসা নতুন এ সদস্যের নাম রেখেছেন মালহার মাসুমা হক, ডাকনাম স্মিহা। সেই সঙ্গে স্মিহার জন্য দোয়া চেয়েছেন এ অভিনেত্রী।

এর আগে চলতি বছরের এপ্রিলে স্বামী রিমকে পাশে নিয়ে বেবি বাম্পের ছবি ফেসবুকে প্রকাশ করে প্রথম সন্তানের আগমনের খবর দিয়েছিলেন নাবিলা।

২০০৬ সালের দিকে উপস্থাপনার মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু হয় নাবিলার। ২০১৬ সালের ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ২০১৮ সালের এপ্রিলে জোবাইদুল হক রিমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এ অভিনেত্রী।