ফেসবুকে দুই বছরের জন্য নিষিদ্ধ ট্রাম্প

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুই বছরের জন্য ফেসবুকে নিষিদ্ধ করা হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ শুক্রবার রাতে জানিয়েছে, ওই সময় পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ফেসবুকে কোনো পোস্ট শেয়ার দিতে পারবেন না।

ক্যাপিটল হিলে সহিংসতায় উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে গত জানুয়ারিতে ট্রাম্পকে ফেসবুকে নিষিদ্ধ করা হয়। তার শাস্তির বিষয়টি গত মে মাসে ফেসবুকের ও ভারসাইট বোর্ডে পর্যালোচনা করা হয়। ওই বোর্ড ট্রাম্পের শাস্তি বহাল রাখে। ভবিষ্যতে উসকানিমূলক পোস্ট দিলে ট্রাম্পের বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তার একটি গাইডলাইন দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।নিয়ম লঙ্ঘনের অভিযোগে গত ৭ জানুয়ারিতে ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল। ওইদিন থেকে দুই বছরের জন্য ট্রাম্পের নিষেধাজ্ঞা কার্যকর হবে।