নাজিরপুরে জমে উঠেছে চাঁইয়ের বাজার

নতুন পানির আগমনে খাল-বিল, নদ-নদীতে দেখা মেলে বিভিন্ন প্রজাতির দেশি মাছ। আর এসব মাছ ধরতে এ এলাকার মত্স্যজীবীরা ব্যবহার করে চাঁই বা দুয়ায়ী।

জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি বন্দরে জমে উঠেছে চাঁইয়ের পাইকারি বাজার। সপ্তাহের রবি ও বুধবার এই দুই দিন এ বন্দরে হাজার হাজার মাছ ধরার চাঁই খুচরা ও পাইকারি ক্রয়বিক্রয় হয়।

চাঁই তৈরির কারিগর অজয় কুমার, স্বপন, রামকৃষ্ণসহ আরও অনেকে জানান, বর্ষা মৌসুম শুরু হবার আগে প্রায় ছয় মাস ধরে চাঁই তৈরি করেন তারা। একজন কারিগর দিনে ছয়-সাতটি চাঁই তৈরি করতে পারেন। বাজারে ২০টি চাঁই ৩-৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়।