নজরুল জন্মজয়ন্তীতে ‘তবু আমারে দেব না ভুলিতে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ। ১৮৯৯ সালের এই দিনে পশ্চিমবঙ্গের বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও তিনি মূলত প্রেম-দ্রোহ, সাম্য-মানবতা ও শোষিত মানুষের মুক্তির কবি। জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ আয়োজন করেছে দেশের বেসরকারি টেলিভিশন আরটিভি।

আজ সকাল ৮টা ৪০ মিনিটে থাকছে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ তথ্যচিত্র ‘তবু আমারে দেব না ভুলিতে’। সুজন আহমেদের গ্রন্থনা ও নির্মাণে এই তথ্যচিত্রটিতে তুলে ধরা হয়েছে কাজী নজরুল ইসলামের শৈশব, শিক্ষাজীবন, সাহিত্যজীবন, ব্রিটিশবিরোধী আন্দোলন, সঙ্গীতজীবনসহ সমগ্র জীবনচর্চা।

এছাড়া রাত ৮টায় রয়েছে নজরুল জয়ন্তীর বিশেষ নাটক ‘বনের পাপিয়া’। কাজী নজরুল ইসলামের মূলগল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য করেছেন শ্রাবণী ফেরদৌস। পরিচালনা করেছেন শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সানজিদা প্রীতি, খায়রুল টিপু, তৃষ্ণা সরকার, রাসেল রাজ, মাধবী লতা, জাকিয়া প্রমুখ।