Success in cultivation of Bri rice-89 in Tarashe

সিরাজগঞ্জের তাড়াশে নমুনা শস্য হিসেবে কৃষকদের ব্রি ধান-৮৯ চাষ করার পরামর্শ দেন কৃষি বিভাগ। এতে বিঘা প্রতি ৩৬ মণ থেকে ৩৯ মণ পর্যন্ত ফলন পেয়েছেন কৃষকেরা।

পৌর এলাকার উলিপুর গ্রামের কৃষক আব্দুল মান্নান বলেন, তিনি এক বিঘা জমিতে ব্রি ধান-৮৯ চাষ করে ৩৯ মন ধান পেয়েছেন। বৃ-পাচান গ্রামের মফিজ উদ্দীন নামে আরেকজন কৃষক বলেন, ১৭ বিঘা জমিতে তিনি এই ধানের চাষ করেছিলেন। বিঘা প্রতি ৩৬ মণ করে ফলন হয়েছে।

কৃষি বিভাগ সূত্র জানিয়েছেন, ব্রি ধান-৮৯ চাষের বেশ কিছু সুবিধা রয়েছে। এই ধানে রোগ বালাই কম হয়। পোকার আক্রমণও কম হয়। অন্যান্য জাতের ধানের তুলনায় সাত থেকে দশ দিন আগে পেকে যায়। ফলনও অনেক বেশি। দামে ও ধরনে ব্রি ধান-২৯ মতই।

এ প্রসঙ্গে কৃষি কর্মকর্তা লুৎফুননাহার লুনা বলেন, নমুনা শস্য হিসেবে চলতি বোরো মৌসুমে ৬০ হেক্টর জমিতে ব্রি ধান-৮৯ চাষ করে সাফল্য পাওয়া গেছে। আগামীতে অধিকাংশ ক্ষেতে কৃষকেরা এই ধানের চাষ করবেন বলে আশা করা যাচ্ছে।