জাপানের উত্তর-পূর্ব উপকূলে সোমবার রাতে শক্তিশালী ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। একই সঙ্গে এক সপ্তাহ ধরে শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা জারি করেছে জাপান।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, জাপানের উত্তর অমোরি উপকূলের মাটির ৫৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এরপর ৫ দশমিক ৫ ও ৫ মাত্রার আরও অন্তত দুটি আফটারশক হয়।
ভূমিকম্পের পর ইয়াতে ২৭ দশমিক ৫ ইঞ্চি, হোকাইদোতে ১৯ দশমিক ৬ ইঞ্চি এবং অমোরিতে ১৫ দশমিক ৭ ইঞ্চি উঁচু ঢেউ দেখা যায়।
আওমোরি, ইওয়াতে, হোক্কাইদোর উপকূল, মিয়াগি ও ফুকুশিমার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। পরে টোকিও কর্তৃপক্ষ সতর্কতা প্রত্যাহার করে। তথ্যানুযায়ী, সুনামি ঢেউ দেখা গেছে ইওয়াতে ৭০ সেন্টিমিটার, হোক্কাইদোতে ৫০ সেন্টিমিটার এবং আওমোরিতে ৪০ সেন্টিমিটার উচ্চতায়।
ভূমিকম্পে কয়েকজন আহত হয়েছেন, কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হয়েছে এবং আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুন ভূমিকম্প-সংশ্লিষ্ট কি না তা নিশ্চিত হয়নি।
‘রিং অব ফায়ার’ নামে পরিচিত প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের ওপর অবস্থিত হওয়ায়, বিশ্বের ৬.০ বা তার বেশি মাত্রার প্রায় ২০ শতাংশ ভূমিকম্পই জাপানে ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি। এখানে প্রতি পাঁচ মিনিটে অন্তত একটি কম্পন অনুভূত হয়। এই অঞ্চলটি ২০১১ সালের ভয়াবহ ৯.০ মাত্রার ভূমিকম্প ও সুনামির ক্ষতও এখনো বয়ে বেড়াচ্ছে।







