Pakistan PM slams India over defeat

ইংল্যান্ডের কাছে ভারতের হারের পরে রোহিত শর্মাদের খোঁচা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের হারের প্রসঙ্গ টেনে এনেছেন তিনি।

ভারতের হারের পর এক টুইটে শাহবাজ শরিফ লিখেছেন, ‘তাহলে, এই রোববার হতে যাচ্ছে ১৫২/০ বনাম ১৭০/০।’ সেই সঙ্গে পাকিস্তান ও ইংল্যান্ডের পতাকা দিয়েছেন তিনি। শাহবাজ বোঝাতে চেয়েছেন ভারতকে ১০ উইকেটে হারানো দু’টি দল এবারের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে।

গত বছর ভারত ১৫১ রান করলে পাকিস্তান কোনও উইকেট না হারিয়ে করেছিল ১৫২ রান। আর সবশেষ সেমিফাইনালে ভারতের ১৬৮ রানের জবাবে ইংল্যান্ড বিনা উইকেটে করে ১৭০ রান।

ভারতই একমাত্র দল যারা টি-টোয়েন্টি বিশ্বকাপে একটির বেশি ম্যাচ ১০ উইকেটে হেরেছে। এই লজ্জার কীর্তির দিনে ভারতকে খোঁচা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

image_pdfimage_print