Striker of the Year Robert Lewandowski

ব্যালন ডি’অরের নতুন সংযোজন সেরা স্ট্রাইকারের পুরষ্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেভান্ডোভস্কি। এবার ব্যালন ডি’অর কর্তৃপক্ষ দুটি নতুন পুরষ্কার দেয়ার ঘোষণা দেয়। সেগুলো হলো সেরা স্ট্রাইকার ও সেরা ক্লাব। আর প্রথম পুরষ্কারটি জিতে নিলেন লেভান্ডোভস্কি।

২০২০ সালে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতেছিলেন লেভান্ডোভস্কি। গত মৌসুমেও দুর্দান্ত খেলেছেন তিনি। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেস লিগায় করেছেন ৪১ গোল। এটিই ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ গোল।
বায়ার্নের হয়ে গত মৌসুমে বুন্দেস লিগার শিরোপা জিতেছেন লেভা। এই পথে তিনি ভেঙেছেন জার্ড মুলারের ৪৯ বছরের পুরোনো রেকর্ড। জার্মান লিগে এক আসরে সবচেয়ে বেশি গোলের মালিক তিনি। ৩৩ বছর বয়সী এই তারকা জাতীয় দলের হয়ে গত মৌসুমে ১১ ম্যাচে গোল করেন ৯টি।
image_pdfimage_print