Election officials were waiting for voters

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের ‘ঢাকা উত্তর মোহাম্মদপুর হাইস্কুল’ কেন্দ্র। নারী ও পুরুষ ভোটারের জন্য আলাদা বুথ। বিশাল মাঠে বাঁশ ও রশি দিয়ে আলাদা করা। কেন্দ্রের বাইরে নৌকা, সোনালি আঁশ, লাঙ্গল ও স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের শত শত পোস্টার, ব্যানার। কিন্তু দুপুর পৌনে ১২টা পর্যন্ত এখানে ভোট পড়ে ৩০০। প্রিসাইডিং কর্মকর্তা প্রিয়তোষ চক্রবর্তী জানান, এই কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৮৭১। ওই সময় তিনি বলেন, ‘যে হারে ভোট কাস্ট হচ্ছে তাতে ২০ শতাংশ হয় কিনা সন্দেহ!’
শুধু এই কেন্দ্র নয়, সিলেট-৬ আসনের ১৯২টি কেন্দ্রের অধিকাংশের অবস্থা একই। অথচ ধারণা করা হয়েছিল আসনটিতে বিপুলসংখ্যক ভোটার কেন্দ্রে যাবেন। কারণ এখানে প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ, তৃণমূল বিএনপির শমসের মবিন চৌধুরী, জাতীয় পার্টির সেলিম ‍উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী কানাডা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার হোসেন। স্থানীয় বাসিন্দা হাফিজ নুর বলেন, ‘প্রার্থীরা অনেক সভা-সমাবেশ করলেও ভোটার টানতে পারেননি।’ ভোটার উপস্থিতির হিসাব মেলাতে পারেননি গোলাপগঞ্জ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম রাবেল। সমকালকে তিনি বলেন, কোনো প্রার্থীর ভোটারই আশানুরূপ আসছেন না।
দুপুর ১২টার দিকে বিয়ানীবাজারের চারখাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ১০-১২ জন ভোটার ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছেন। ওই সময় কমনওয়েলথের দু’জন পর্যবেক্ষক কেন্দ্রে থাকায় তাদের লাইনে দাঁড়াতে বলা হয়। ১৫ মিনিটের মধ্যে ভোটারের লাইন দীর্ঘ হয়। বিদেশি পর্যবেক্ষকরা তখন বুথে যান।

গোলাপগঞ্জের দাড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১টার দিকে গিয়ে জানা যায়, ১ হাজার ৮৯১ ভোটের মধ্যে পড়েছে ২৪০টি। তবে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়। এর মধ্যে রয়েছে বিয়ানীবাজারের কসবা, খাসা ও শেওলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এসব কেন্দ্রে নৌকার পক্ষে এক ব্যক্তি বারবার ভোট দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের প্রচারণা কমিটির সমন্বয়ক এফ এ মুন্না। তিনি জানান, পঞ্চখণ্ড কেন্দ্রে নৌকার পক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
গোলাপগঞ্জ এমসি একাডেমিসহ কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা যায়, বাইরে উৎসবমুখর পরিবেশ। কিন্তু ভেতরে অলস সময়
কাটাচ্ছেন পোলিং অফিসাররা। কারণ ভোটার আসছেন কম।
এ আসনের অন্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় ভোট দিলেও তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী ভোট দেন সিলেট-১ আসনে। সকালে নগরীর আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তিনি জনগণের অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন আশা করেন।